ওমেগা ৩-৬-৯ ক্যাপসুল এর কিছু কার্যকারিতা
- মায়ের বুকের দুধ বৃদ্ধিসহ শিশুর মস্তিস্ক গঠনে বিশেষ ভূমিকা রাখে।
- পিরিয়ডের ব্যাথা উল্লেখজনকভাবে হ্রাস পায়।
- শিশুদের অ্যাজমার ঝুঁকি ৫০% পর্যন্ত কমায়।
- বয়সজনিত ছানিপড়া ৭৫% ও মৃগীর প্রবনতা কমাতে সহায়ক।
- প্রাপ্ত বয়স্কদের প্রজনন তন্ত্র, চুল এবং ত্বকের রোগ প্রতিরোধ করে।
- অতি বেগুনি রশ্নি থেকে ইপিডার্মাল ও ডার্মালস্কিন সেলকে রক্ষা করে।
- সেলমেমব্রেন, হরমোন, সৃতিভ্রম হওয়ার আশংকা ৪৭% কমায়
- স্ট্রোক ৩১%, অস্বাভাবিক হ্রদস্পন্দন ৫৪%, হার্টঅ্যাটাকা ৬৫%, করনারি আর্টারিডিজিজ ৫৪%, উচ্চমাত্রার টিজি ৪৪.৯% কমায় এবং এইচডিএল ৯% বাড়ায়।