প্রাকৃতিক তুলসী জুস এর কিছু উপকারিতা
- বমি ভাব দূর হয় এবং খাবারের রুচি বাড়ে।
- প্রস্রাবের জ্বালা যন্ত্রনায় বিশেষ উপকারী।
- দাঁত ও হাড়ের ভিতরের ব্যাথা দূর করে এবং পুরুষের বীর্য বৃদ্ধি পায়।
- ভাইরাস, ব্যাকেটেরিয়া ও ফাংগাস থেকে ফক্ষা করে মাথা ও শরীর ব্যাথা কমায়।
- কফ নিরাময়, কৃমিনাশক, বায়ুনাশক, হজমকারক ও শ্বাসযন্ত্রের সমস্যা নিরাময়
- ভিটামিন সি, ও এন্টি-অক্সিডেন্ট নার্ভকে শান্ত করে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রন রাখে।
- ফাইটো নিউট্রিয়েন্টস ও অ্যাসেন্সিয়াল অয়েল তারুন্য এবং স্মরণশক্তি দীর্ঘস্থায়ী করে।
- ফাইটো কেমিক্যালস, অ্যান্টি-অক্সিডেন্ট এবং অর্গানিক কম্পাউন্ড ভাল কোলেস্টেরল বাড়ায়, খারাপ কোলেস্টেরল হ্রাস পায়।